About Us

আমাদের পথচলা

"মাকতাবাতুল হাসান"
আমাদের শুরুটা হয়েছিল ২০১১তে বই আমদানির মধ্য দিয়ে। এরপর বেশ কিছু বছর আমাদের কার্যক্রম সীমাবদ্ধ ছিল বিদেশি বই বিক্রি ও সরবরাহের মাঝে। সে সূত্রে বিভিন্ন দেশের বই, বইয়ের বাজার, বই মেলা ও সেখানকার লেখক, পাঠক ও প্রকাশকদের কাছ থেকে দেখার ও শেখার সুযোগ হয়েছে অনেক। সেইসব অভিজ্ঞতায় অনুপ্রাণিত হয়ে আমরা একসময় বাংলা প্রকাশনায় আসার উৎসাহ ও প্রয়োজন অনুভব করি। কাজ করতে চাই এই অঙ্গনে।

এখানে আমাদের উদ্দেশ্য খুব সহজ,পরিষ্কার ।

“আমরা ভালো বই প্রকাশ করতে চাই, কল্যাণের জন্যে”

আমরা অভিনব কিছু করব না তবে অবশ্যই ভালো কিছু করতে চাই এবং তা পাঠকের মনের চাহিদা ও প্রয়োজনমাফিক। মুনাফার বাজারে কোন বই ভালো হবে তা আমাদের নিকট মুখ্য নয়। বই প্রকাশের ক্ষেত্রে আমরা শুনতে চাই আপনার মনের চাহিদার কথা, প্রয়োজনের কথা। জানতে চাই শুন্যতার জায়গাগুলোর কথা।

সাধ্য ও যোগ্যতার সীমাবদ্ধতা সকলেরই রয়েছে, আমাদেরও আছে । তবে আমাদের চেষ্টা থাকবে শতভাগ ইনশাআল্লাহ।

প্রিয় পাঠক! মান উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ও ভুলগুলো শুধরে নিতে আপনার মূল্যবান মতামত-পরামর্শ আমরা চাই । পাশাপাশি আমাদের কাজের বা সার্ভিসগত যেকোনো অভিযোগ সরাসরি জানাতে পারেন ইমেইল এর মাধ্যমে ।

বিনীত
মোঃ রাকিবুল হাসান খান
rakib1203@gmail.com